সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার।
এরপর তাদের নেতৃত্বে সেখান থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভাগটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় তাদের হাতে স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের অবদান সম্বলিত রং বেরঙের বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যায়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে প্রায় দশটি ঔষধি বৃক্ষের চারা রোপন করেন তারা।
এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, 'আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে।
তবে বর্তমানে তাদেরকে হেলথ সিস্টেমের ভেইনগার্ড মনে করা হয়। ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি রোগীদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।'
সময় জার্নাল/এলআর