শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে শুদ্ধাচার ও সুসাশন প্রতিষ্ঠার লক্ষে প্রীতি বিতর্ক-২০২৩ আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ৫০১ নম্বর রুমে এই বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল " সুশাসন ও মূল্যবোধই প্রাতিষ্ঠানিক উন্নয়নের সহায়ক "।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্তের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরে পরিচালক ড.মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।
বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আসাদুজ্জামান বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটং সোসাইটির পাশাপাশি অন্য যেসব সংগঠন আছে তারা বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও মূল্যবোধ সৃষ্টির লক্ষে কাজ করবে। এর মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলরের সদইচ্ছা অনূযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।"
সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, সুশাসন এবং মূল্যবোধ একে অপরের পরিপূরক। দুরনীতি রোধ করতে হলে সুশাসন অবশ্যই দরকার। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সুশাসন আছে বলেই মাননীয় ভাইস চ্যান্সেলর ড. এ এফ এম আব্দুল মঈনের হাত ধরে এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের সভাপতি ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক এবং আইকিউএসির পরিচালক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ।
এমআই