আল জাবের রাফি, বুটেক্স প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) বিটাক মোড় সংলগ্ন দ্বিতীয় গেটের লোহার পাইপে ধাক্কা লাগে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল এর ।এতে মোটরসাইকেল চালক বুকে আঘাত পায় এবং পিছনের জন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রচুর জ্যাম থাকায় সবাই বিকল্প রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌছায় ব্যাস্ত। অজ্ঞাত এক মোটরসাইকেল চালক বিটাক মোড় থেকে সোজা বুটেক্স রোডের দিকে স্ববেগে যাচ্ছিলো। আলোকস্বল্পতা ও চালকের অসতর্কতার দরুন ঘটে দূর্ঘটনা। বুটেক্স রোডের প্রবেশমুখে সদ্যনির্মিত লোহার পাইপের অস্থায়ী গেইটের সাথে ধাক্কা লেগে দুই বাইক আরোহী ই মারাত্নক আহত হয়। চালকের বুকে সেই পাইপ লেগে পাইপ ভেঙ্গে যায় এবং পিছনে থাকা আরোহীর মাথায় লাগে সেই পাইপ। মাথা ফেটে প্রচুর রক্তপাত হয় এবং রক্তবমি করতে থাকে।
পরে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী আহত যাত্রীকে নিয়ে নিকটস্থ শমরিতা হসপাতালের ইমার্জেন্সি তে নিয়ে আসে পরে রোগীর অবস্থার অবনতি ঘটলে জাতীয় নিউরোসাইন্স হাসপাতালে ট্রান্সফার করা হয় । পরে গুরুতর আহত রোগীর আত্নীয়স্বজন ওই হাসপাতালে আসে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বুটেক্স রোডে বহিরাগতদের চলাচল ও অসদাচরণ বেড়ে যাওয়া ও শিক্ষার্থী বনাম স্থানীয় বখাটে দের সংঘর্ষের প্রেক্ষিতে বুটেক্স কর্তৃপক্ষ এই অস্থায়ী গেট নির্মান করে। যার ফলে অনেকাংশেই বহিরাগত স্থানীয় মানুষজন এবং রিকশা অটোরিকশা র প্রবেশ কমে আসে। তবে নির্মাণের পর আজকেই প্রথম দূর্ঘটনা ঘটে।
উপস্থিত শিক্ষার্থীদের মতে, রোডের প্রবেশমুখে অস্থায়ী গেইট নির্মাণ করার পর কর্তৃপক্ষের উচিত ছিল পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করা। লোহার পাইপ খেয়াল না করা ই দূর্ঘটনার মূল কারন মনে করছেন তারা। এছাড়া তারা আরো জানান এই রাস্তা (বুটেক্স রোড) দিয়ে সামনে গেলে মহাসড়ক এ উঠার উপায় নেই। শেষ প্রান্তে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। চালকের হয়ত বিষয়টি জানা ছিল না। অবশ্য চালকের অসতর্কতাকেও দায়ী করেন অনেকে। তারা বলেন, চালকের উচিত ছিল নির্দিষ্ট গতিসীমার মধ্যে মোটরসাইকেল চালানো এবং সামনে খেয়াল করা।
এমআই