ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪০, ৪১ ও ৪২ ব্যাচের (সেকেন্ড শিফট) গ্রাজুয়েশন সেরেমনি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে নবীন গ্রাজুয়েটদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ হোসেন শোভন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম মাহবুবুর রহমান সরকার, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. শাহ আলম চৌধুরী এবং সিভিল বিভাগের শিক্ষকরা।
এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ডিআইইউ-এর সভাপতি মো. মোফাজ্জল হোসেন, মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শিক্ষকরা নবীন গ্রাজুয়েটদের ভবিষ্যত পথচলায় শুভকামনা জানান এবং নৈতিকতা, সততা ও মানবিক মুল্যবোধকে ধারন করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহবান জানান।
এমআই