মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার বাংলাদেশ সফরে আসছেন।

তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচি এবং ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রেনা বাংলাদেশ ও পাকিস্তান সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।

এসজে/আরইউ 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল