বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সময় জার্নাল ডেস্ক:
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসায়িক দিক নির্দেশনা, আইন সহায়তা ও স্বাস্থ্য সচেতনতাসহ দিক নির্দেশনামূলক এক কর্মশালা ও আনন্দ আড্ডা হয়ে গেল রাজধানীর একটি রেস্তোরায়।
গত শনিবার এই আয়োজনে সফল উদ্যোক্তা, আইনজীবী ও ফিজিওথেরাপিষ্ট তাদের অভিজ্ঞতার আলোকে নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানে কিউরিয়াস টিভির প্রধান সম্পাদক খান মোহাম্মদ সালেক, কনসেপ্ট সিটির চেয়ারম্যান ও ব্যস্থাপনা পরিচালক শেখ তারেক মাহমুদ, বকুলতলা ফাউণ্ডেশনের স্বত্বাধিকারী জেসমিন আহমেদ, জবা’স কুইজিনের স্বত্বাধিকারী আফরোজা আহমেদ জবা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীরও আয়াজন করা হয়।
আনন্দ আড্ডার মিডিয়া পার্টনার ছিল কিউরিয়াস টিভি ও সার্বিক সহযোগিতায় ছিল কনসেপ্ট সিটি।
সময় জার্নাল/এলআর