ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৯দিন ব্যাপী '১৭তম কেন্দ্রীয় নাট্যোৎসব' আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উপাচার্যের উপস্থিতিতে পর্দা উঠবে এ উৎসবের। এতে নাট্যকার মামুনুর রশীদকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
রোববার বিকেলে ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা জানান বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক।
এতে ২ অক্টোবর রবীন্দ্রনাথের 'ডাকঘর', ৩ অক্টোবর সেলিম আল দীনের ' সঙবাদ কার্টুন'ও আহমদ ছফার 'মরণবিলাস', ৪ অক্টোবর মনোজ মিত্রের 'মহাবিদ্যা' ও রবীন্দ্রনাথের 'চণ্ডালিকা', ৫ অক্টোবর সৈয়দ শামসুল হকের 'ইর্ষা' ও মৌমিতা সরকারের 'বৈদেহী', ৬ অক্টোবর বঙ্কিমচন্দ্রের 'কমলাকান্তের জবানবন্দী' ও আব্দুল্লাহ আল মামুনের 'কোকিলেরা', ৭ অক্টেবর উৎপল দত্তের 'মেঘ' ও নূরুল মোমেনের 'নেমেসিস', ৮ অক্টোবর শরদিন্দুর 'সত্যান্বেষী ও রবীন্দ্রনাথের 'স্ত্রীর পত্র', ৯ অক্টোবর বদরুজ্জামান আলমগীরের 'অহরকণ্ডল ও মুনীর চৌধুরীর 'দণ্ডকারণ্য' প্রদর্শন করা হবে। নাটকগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
লিখিত বক্তব্যে চেয়ারপার্সন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জ্ঞানচর্চা, সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। অন্যদিকে বাঙ্গালির আত্মপরিচয় বিনির্মাণে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং বৈচিত্র্যময় মানবজীবনে দেহ ও আত্মার স্বরূপ অন্বেষণেও আমরা সচেতনভাবে আগ্রহী। মানব মনের সৌন্দর্য, উপলব্ধি ও অগ্রস্থিত অনুভূতি প্রকাশের অন্যতম ক্ষেত্র শিল্প। এই শৈল্পিক প্রকাশে অনুভব ও অনুশীলন দ্বারা অধিগত সৃজনের এক নান্দনিক উপস্থাপন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব।
তিনি আরও বলেন, এবারের ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব বিশেষভাবে অনন্য। কেননা কেবল বাংলা নাটক নিয়ে এই নাট্যোৎসবের বিন্যাস করা হয়েছে। নাট্যোৎসবে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের ১৫টি নাটক মঞ্চায়িত হবে। শিক্ষার্থী নির্দেশকগণ উৎসবে তাদের সৃজনশীলতা ও অর্জিত জ্ঞান প্রয়োগ করবে। উৎসবে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে নাট্যজন সম্মাননা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের নাট্যচর্চায় মামুনুর রশীদের অবদান স্মরণ করে এই সম্মাননা- তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, প্রতিবছর একাডেমিক কার্যক্রমের অংশ হিসেব স্নাতক সমাপনী সিমেস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় নাটক পরিচালনা করা হয়। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অভিনয় করেন। এবছর ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫ টি নাটক মঞ্চস্থ হবে।
এমআই