মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মেলান্দহে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মেলান্দহ উপজেলার জেলার বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করা হয়।
নেতৃত্ব দেন হাজরাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা । বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মমিন, রকিব হাসান নয়ন (আজকের পত্রিকা) মোঃ ইমরান মাহমুদ (আমার সাংবাদ), শারমিন আক্তার, আল মাসুদ লিটন, সাজ্জাদ হোসাইন, সাবিক আল হাসান নাহিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ন্যক্কারজনক এই ঘটনার মাধ্যমে দেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ করায় রোজিনাকে নির্যাতন করে পুলিশে দেওয়া হয়েছে। বাংলাদেশে চোরেরা এক হয়েছে। গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তারা তাও কেড়ে নিতে চায়।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসবে বলে সাংবাদিক সমাজ বিশ্বাস করে।
সময় জার্নাল/ইএইচ