তিতুমীর কলেজ প্রতিনিধি : রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসে তীব্র পানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের পড়ালেখাসহ দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় ছাত্রাবাসে পানি থাকে না। যার কারণে ছাত্রাবাসে থাকা কঠিন হয়ে পড়ছে শিক্ষার্থীদের জন্য।
কয়েকজন শিক্ষার্থী সময় জার্নালকে বলেন, ঢাকায় আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা থাকলে আমরা এই ছাত্রাবাসে থাকতাম না। আবার কেউ কেউ বলেন, মেসে থাকার সামর্থ্য না থাকায় ছাত্রাবাসে আছি। প্রাণের ক্যাম্পাসের হলে থাকবো এটা গর্বের বিষয় কিন্তু আমাদের হীনমন্যতায় থাকতে হয়। কলেজ প্রশাসন চাইলেই হলের যাবতীয় সমস্যা দূর করতে পারেন। গ্রামের বাড়ি থেকে ফোন আসলে আব্বা-আম্মাকে বলি ভালো আছি কিন্তু বাস্তব চিন্তা ভিন্ন আমরা ভালো নেই।
ছাত্রাবাসে থাকা ২য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন বলেন, গত একমাস যাবত পানি সংকটে ভুগছি। হল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সমাধানের কোনো উদ্যোগ নেই। আমাদের খাওয়ার পানি বিএসটিআই থেকে আনতে হয়, অনেকে আবার বন্ধুদের মেসে গিয়ে গোসল করে আসে।
রহিম নামের এক শিক্ষার্থী জানান, খাওয়ার পানি নিয়েই বেশি দুশ্চিন্তা। যতদ্রুত সম্ভব পানির সমস্যা সমাধান করা উচিত। বিশেষ করে আমাদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হল সুপার প্রভাষক কাজী মো. আল নূর সময় জার্নালকে বলেন, পানির ব্যাপক সংকট এটা সত্য কিন্তু আমরা থেমে নেই, ওয়াশা থেকে পানি কিনে হলের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, মূলত পানি তোলার মেশিনে সমস্যা, বেশি সময় পানি টানতে পারে না, অনেক পুরনো মেশিন। তবে খুব দ্রুত পানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন এই হল সুপার।
এসজে/আরইউ