ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য পেশাদার নৈতিকতার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগটির বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেকের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসবে উপস্থিত ছিলেন, নেক্সক্রাফট লিমিটেডের সিইও ও এন্ট্রাপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার খান এবং পেন্টাগন গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক ও এন্টাপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশের সহ-সভাপতি প্রকৌশলী অন্তু করিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহ আলম চৌধুরী সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা, পেশাগত জীবনে একাডেমিক শিক্ষার সমন্বয় সাধন ও প্রয়োগ বিষয়ে ইন্ড্রাস্ট্রির সাথে যুক্ত করতে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব, ক্রেস্ট বিতরণ, মানপত্র প্রদান ও ফটোসেশন করা হয়।
এমআই