ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্ত:সেশন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে চারদিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষকে ২-১ গোলে পরাজিত করে ২০২০-২১ শিক্ষাবর্ষ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন বিভাগের সভাপতি শিরিনা খাতুন বীথি। পুরস্কার বিতরণকালে তিনি বিজয়ী এবং রানার আপ উভয় দলকে অভিনন্দন জানান। পাশাপাশি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, ওবাইদুল হক, রিপোনুজ্জামান এবং প্রভাষক হাবিবুর রহমানসহ বিভাগটির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ একটি সেশনজট মুক্ত বিভাগ। বিভাগটি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, স্টাডি ট্যুর সহ নানা ধরনের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১অক্টোবর থেকে চারদিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিভাগটি।
এমআই