মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

প্রথমবারের মতো স্পোর্টস স্কলারশিপ পাবে কুবি'র খেলোয়াড়রা

শুক্রবার, অক্টোবর ৬, ২০২৩
প্রথমবারের মতো স্পোর্টস স্কলারশিপ পাবে কুবি'র খেলোয়াড়রা

শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলোয়াড়দের মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে 'ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ-২০২৩' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুবি প্রশাসন। 

বুধবার (৪ অক্টোবর) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এ ব্যাপারে মনিরুল আলম বলেন, 'আগামী ১০ অক্টোবরের মধ্যে শারীরিক শিক্ষা বিভাগে আবেদনপত্র জমা দিতে হবে। বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের এ বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর গেইমে পারদর্শী উভয়ই আবেদন করতে পারবে।'

তিনি আরও বলেন, 'কতজনকে বৃত্তি প্রদান করা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করে সুপারিশ করা হবে।'

উল্লেখ্য, এর আগে ২ রা অক্টোবর অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল ম্যাচের পর পুরষ্কার বিতরনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য স্কলারশিপ প্রদান করা হবে বলে জানান। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল