ফজলুল করিম:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেখ রাসেল হলের মাঠে ‘গাংচিল ২০' আয়োজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'অর্ক সাংস্কৃতিক জোট' এর উদ্যোগে এটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ এবং শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডকে বিকশিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থাকার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ঘটবে পাশাপাশি সমাজ থেকে মাদক দূর হবে।
বক্তব্য শেষে অনুষ্ঠানটির সাংস্কৃতিক অংশ শুরু হয় যেখানে গান, নাচ, নাটক, আবৃতিসহ মোট ২২ টি ইভেন্ট মঞ্চস্থ করা হয়। এসময় উপস্থিত দর্শকদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মতো।
এমআআ