শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে তিস্তা নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। লাশ দুটি বন্যার পানিতে ভারত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তার চরে হরিণচড়া গ্রামে একটি ধানক্ষেত থেকে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অপরদিকে শুক্রবার সকালে একই ইউনিয়নের পুটিমারী এলাকায় তিস্তা নদীতে আরেকটি লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, লাশ দুটির ময়নাতদন্ত শেষে বিজিবির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ভারতে ভারী বৃষ্টিপাতের ফলে সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় উজানে থেকে প্রবল বেগে ধেয়ে আসে হড়কাবানের স্রোত। এতে সেখানকার একটি ভারতীয় সেনাছাউনির ২৩ জন সেনা সদস্য ৪০ টিরও অধিক সেনাবাহিনীর গাড়ি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বেসামরিক কয়েক ব্যাক্তি পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।
সময় জার্নাল/এলআর