স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। হ্যাংঝুতে বৃস্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৬৫ রান করার টার্গেট ছিল বাংলাদেশের। শেষ বলে বাউন্ডারি মেরে জয় এনে দেন রকিবুল হাসান। এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় ব্রোঞ্জ জয়। আগের ব্রোঞ্জও এসেছে ক্রিকেট থেকে। পাকিস্তানকে হারিয়েই সেটি জিতেছে নারী ক্রিকেট দল।
চীনের হ্যাংঝুতে আজ টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ৫ ওভার ব্যাট করে। তার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। ফলে পুরো ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হয়নি। পাকিস্তান ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান তোলে।
বৃষ্টি আইনে ৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য হয় ৬৫ রান। প্রায় ১১ রান প্রতি ওভার তুলতে হত তাদের জিততে হলে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। সেই ওভারে ওঠে ৯ রান। ইয়াসির আলি এবং আফিফ হোসেন মিলে ১৯ রান তোলেন। তৃতীয় ওভারে ওঠে ১২ রান। শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৫ রান।
এমন অবস্থায় চতুর্থ ওভারে আফিফের উইকেট হারায় বাংলাদেশ। শেষ ওভারে ২০ রান করতে হত বাংলাদেশকে। ইয়াসির প্রথম চারটি বলে দু'টি ছক্কা মারেন এবং দু'টি ২ রান নেন। শেষ ২ বলে প্রয়োজন ছিল চার রান। এমন অবস্থায় আউট হয়ে যান ইয়াসির (১৬ বলে ৩৪ রান)। শেষ বলে চার মেরে দলকে জেতান রাকিবুল হাসান। ছয় উইকেটের এই জয়ে বাংলাদেশ পেল ব্রোঞ্জ পদক।
এসজে/আরইউ