শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে বসতবাড়িতে হামলা অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫

বৃহস্পতিবার, মে ২০, ২০২১
মোড়েলগঞ্জে বসতবাড়িতে হামলা অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ পল্লীতে বসতবাড়িতে হামলা মারপিটে অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫। গুরুতর জখমীদের মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে এ হামলায় আহতরা হলো বর্ষিবাওয়া গ্রামের শাহজাহান শরীফ (৫৫), তার মেয়ে অন্ত:সত্তা গৃহবধূ তানিয়া বেগম (২০), কামলা গ্রামের ইলিয়াস তালুকদার (৩৬), তাসলিমা আক্তার (১৬) ও আকলিমা আক্তার (১৬)।

আহত ইলিয়াস তালুকদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশী তার চাচা মোদাচ্ছের তালুকদারসহ ৭-৮ জন পূর্ব পরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে এ হামলা চালায়। এ সময় তাদের বাড়িতে বেড়াতে আসা ভগ্নিপতি ও অন্ত:সত্তা ভাগ্নিকে পিটিয়ে গুরুত্বর জখম করে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, হাতেম তালুকদারের বসতবাড়িতে হামলায় প্রশাসনের মাধ্যমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মোদাচ্ছেরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দৈবজ্ঞহাটী সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই তরিকুল ইসলাম জানান, বসতবাড়িতে হামলার ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ হামলাটি ঘটেছে বলে তিনি জানান। 

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল