চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
আটককৃতরা হলো, আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সাদ্দাম হোসেন ও গুণবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ হোসাইন।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নর রামচন্দ্রপুর(কেন্ডা) গ্রামের ইলিয়াছ মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন হিরো মোটরসাইকেল মুন্সিরহাট ইউনিয়নের আনন্দপুর জামে মসজিদের মাঠ থেকে চুরি হয়। এ নিয়ে গত সোমবার থানায় একটি মামলা করেন ইলিয়াছ মিয়া। মামলার সূত্র ধরে থানার উপ-পরিদর্শক ওসমাণ গণির নেতৃত্বে একটি টিম চোরচক্র সনাক্তকরণ ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মঙ্গলবার সন্ধ্যায় লাটিমী রাস্তার মাথা থেকে চোরচক্রের সদস্য সাদ্দাম হোসেনকে চুরি হওয়া মোটর সাইকেলটিসহ আটক করে। তার দেয়া তথ্যমতে, চোরচক্রের আরেক সদস্য গুণবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ফরহাদ হোসাইনকে আটক করে। ফরহাদের তথ্যমতে, একই গ্রামের আবদুল হাই প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে চোরচক্রের সদস্য মোঃ সোহেলের ঘরে অভিযান চালিয়ে ৩টি নম্বর প্লেট বিহীনসহ মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় চোরচক্রের সদস্য মোঃ সোহেল ও গ্যারেজ মিস্ত্রি ঝিকড্ডা গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহ আলম পালিয়ে যায়।
আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সোহেলের বাড়ীতে এনে নম্বর প্লেট খুলে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে। চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোরচক্রের সদস্যদের আটকের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ওসমাণ গণি বলেন, ‘আটককৃত চোরচক্রের সদস্যদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
এসজে/আরইউ