সময় জার্নাল ডেস্ক :
গাজার শাসক দল হামাস, সশস্ত্র আরেক সংগঠন ইসলামিক জিহাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় উল্লাস করেছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার মধ্য রাতেই তারা গাজার রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন।
বিভিন্ন স্থানে পতাকা নিয়ে মিছিলের পাশাপাশি বিজয় চিহ্ন দেখিয়েছেন ফিলিস্তিনিরা। সেই সঙ্গে তারা বিভিন্ন মসজিদ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বক্তব্য দেন।
সংঘাতের ১১তম দিনে মিসরের উদ্যোগে বৃহস্পতিবারই যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল।
১০ মে শুরু হওয়া হামাস-ইসরায়েলের মধ্যে এই সংঘাতে গাজায় ২৩২ জন নিহত হয়। এর মধ্যে ৬৫ শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৯০০ জন।
অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহত হয় ১২ জন।
সময় জার্নাল/ইএইচ