শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক সংগঠন কক্সবাজার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে'র ‘ফেয়ার ওয়েল এন্ড ফ্রেশার্স রিসিপশন ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনটির সভাপতি আবু বাক্কার সিদ্দিকের (ফরহাদ) সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ আ্যাকাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট, কুমিল্লার জয়েন্ট সেক্রেটারি ফওজিয়া নাসরিন সুলতানা ও সদর দক্ষিণ সার্কেল, কুমিল্লার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এ কে এম আরমানুল হক মারুফ।
পবিত্র কোরআন ও ধর্মগ্রন্থ গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার অঞ্চলের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেন উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমাদের নবীন শিক্ষার্থীদের স্বাগতম। তোমাদের মনে রাখতে হবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে লিডিং ইউনিভার্সিটিতে পরিণত করতে চাই। আমি যখন এখানে আসি তখন পাঁচজন রিসার্চার ছিলো যাদের রিসার্চ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিলো এখন এই সংখ্যা আটাশি। যারা উচ্চ পর্যায়ে জার্নাল প্রকাশ করছে তাদের আমরা পুরস্কার দিচ্ছি যা বাংলাদেশে প্রথম। জিএসটি রাংকিং আমরা প্রথম। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং এর জন্য উৎসাহিত করেন।'
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, 'এসএসসি এইচএসসি পাস করে আপনারা এখানে এসেছেন। সেটা ছিল প্রাথমিক জ্ঞান কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয়ে এসে ক্রিটিকাল থিংকিং করতে হবে এবং বিশ্ববিদ্যালয় হলো আপনার অর্জিত জ্ঞান প্রয়োগ করার জায়গা। আপনার অর্জিত ডিগ্রি হবে বৈশ্বিক। এছাড়া আপনাদের ইংরেজি ভাষা এবং টেকনোলজিতে দক্ষ হতে হবে যেটা আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সাহায্য করবে।'
কুমিল্লা সদর দক্ষিণ থানার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এ কে এম আরমানুল হক মারুফ বলেন,'কোন কাজকেই ছোট করে দেখা যাবে না, প্রত্যেকটা কাজকে সম্মান করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন। জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এভাবেই আপনি একদিন আপনার লক্ষ্যে পৌছে যাবেন। পরিশেষে বলব, আপনি আপনার কাজের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।'
এমআই