আন্তর্জাতিক ডেস্ক:
বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
গত বুধবার (১১ অক্টোবর) দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মাউরো ভিয়েরা, গাজা উপত্যকার পরিস্থিতি মোকাবেলার জন্য ব্রাজিলের ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে’ ভ্রমণের জন্য এশিয়া সফর স্থগিত করেছেন।
ইসরায়েলের ওপর হামাস আকস্মিক হামলা চালানোর পরদিন রোববার ব্রাজিল নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছিল।
এর আগে গত বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘শিশুদের কখনই জিম্মি করা উচিত নয়, বিশ্বের কোথাও। যুদ্ধের উন্মাদনায় ন্যূনতম মানবতা থাকা দরকার’।
এদিকে, জাতিসংঘের মতে, এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন, অন্যদিকে ফিলিস্তিনি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪১৭ জনে। এ ঘটনায় দু’পক্ষেরই আহতের সংখ্যা দুই হাজারের উপরে।
সময় জার্নাল/এলআর