পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের সদর উপজেলায় কদমতলা ইউনিয়নের চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেপ্তার কিশোররা পুলিশকে জানিয়েছে ছিনতাই করা অটোরিকশাটি মাত্র আট হাজার টাকায় বিক্রি করেছিল তারা। গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর শহরের তালুকদার পাড়া এলাকার জামাল মোল্লার ছেলে হাফিজ মোল্লা ওরফে মারুফ মোল্লা (১৭), পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার কালাম মোল্লার ছেলে আবিদ মোল্লা (১৪), একই এলাকার হানিফ শেখের ছেলে শাহিন শেখ (১৭) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে মেহের চাঁন হাওলাদার (২৩)।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গত ১০ অক্টোবর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিকের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঐ দিনই নিহতের মা লাকি বেগম বাদি হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে।
এমআই