ফাহিম হোসেন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজারের মধ্যে সিন্ডিকেট রয়েছে, তবে তাদেরকে ধরা যায় না৷ বাজারের দোকানিদের লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট দমন সম্ভব নয়।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) উদ্যোগে আয়োজিত '৬ষ্ঠ মার্কেটিং ডে'র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙ্গে, আবার নতুন সিন্ডিকেট তৈরী হয়। সরবরাহ ও চাহিদার মতো নতুন কিছু অনুষঙ্গ তৈরী হয়। এগুলো নিয়ে তাত্ত্বিক জায়গা থেকে আলোচনা হতে পারে।
তিনি আরও বলেন, 'বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা দুনিয়ার কারও নেই। বাজার নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। তাই ব্যবসায়ীদেরকে অপারেট করতে দিতে হবে। আমরা ১ কোটি মানুষকে কার্ড দিয়ে জনজীবন সহজ করেছি৷ নাহয় আজকে মূল্যস্ফীতি আরও বেশি হতো।'
এর আগে মার্কেটিং ডে অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। দক্ষ মানবসম্পদ গঠনে এমআইবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রশংসা করেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন এমআইভির সভাপতি অধ্যাপক মীজানুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম দুলু, এশিয়ান মার্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তাজসহ প্রমুখ।
এমআই