বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারদের বিগডাটা ইন্ডাস্ট্রিতে ডাটা সাইন্টিস্ট হিসেবে ক্যারিয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি ওই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের বায়োইনফরমেটিক্স ইন্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার নোভা স্কোশিয়া পাওয়ার প্রতিষ্ঠানের লিড ইন্জিনিয়ার (বিআইএ ক্লাউড সলুউশনস) আসিফ ইউসুফ। অনুষ্ঠানে বায়োইনফরমেটিক্স বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার হিসেবে ডাটা সায়েন্টিস্ট হয়ে বিভিন্ন জায়ান্ট ইন্ড্রাস্ট্রিগুলোতে কাজের ক্ষেত্র নিয়ে বিশদ আলোচনা করা হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তাসহ বাকৃবি বায়োইনফরমেটিক্স বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনার শেষে ক্যারিয়ার বিষয়ক একটি উম্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক আসিফ ইউসুফ বলেন, বিগ ডাটা সিস্টেম আর মেশিন লার্নিং ব্যবহার করে বিভিন্ন সেক্টরের প্রোডাক্টের উপযুক্ততা, প্রাপ্যতাসহ বিভিন্ন তথ্যভিত্তিক এপ তৈরি করতে হবে। ভোক্তার কাছে সহজেই পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জানার ইচ্ছা আর আগ্রহ থাকলে ইন্টারনেটের সহযোগিতায় তারা দক্ষ ও সৃজনশীল হয়ে উঠতে পারবে। বর্তমানে ডাটা সায়েন্সের বিশাল ক্ষেত্র রয়েছে যেখানে দক্ষ কর্মী প্রয়োজন। নিজেকে গড়ে তুলে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। ডাটা সায়েন্স ব্যবহার করে বড় বড় কোম্পানিগুলোর আয়, ব্যয়ের হিসাব, কাস্টমারের সকল তথ্য সংরক্ষণ ও সেবা দেওয়া সম্ভব হয়। এ ছাড়াও তিনি এ বিষয়ে দক্ষ হতে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যভিত্তিক পরামর্শ ও উপদেশ দেন।
এসজে/আরইউ