মো: রাব্বি হাসান, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ববি) এখন যেন আল্পনার রঙে রঙিন। নতুন শিক্ষাবর্ষের নবীনদের বরণ করে নিতে চারপাশে লেগেছে সাজসজ্জার আমেজ। গেট থেকে শুরু করে প্রতিটি করিডোর আর ক্লাসরুম সবখানেই শিক্ষার্থীদের শিল্পকর্মের সৃজনশীলতা ফুটে উঠেছে। প্রতিটি বিভাগই রং তুলিতে নিজেদের বিষয়ভিত্তিক পরিচয় ফুটিয়ে তুলেছে শিল্পকর্মে।
আগামি সোমবার ( ১১ ই আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাসকার্ক্রম শুরু হবে। সেই সময়সীমাকে কেন্দ্র করেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের করিডর, ক্লাসরুমের সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন।
যদিও কিছু কিছু বিভাগের এই সময়ে পরীক্ষা চলছে, তবুও শিক্ষার্থীরা পরীক্ষার চাপের মাঝেই নবীনবরণ আয়োজনের জন্য সময় বের করেছেন।
হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “পরীক্ষা থাকলেও আমরা চাইনি নবীনদের প্রথম দিনটা নিস্তেজ হোক। আমরা চেষ্টা করছি অনুজদের অভ্যর্থনা দিয়ে বরণ করে নিতে। যেমনটা আমরা আমাদের সিনিয়রদের থেকে পেয়েছি। তাই পড়াশোনার পাশাপাশি সবাই মিলে আয়োজনের কাজ করেছি—এটা আমাদের দায়িত্ব আর আনন্দ দুটোই।”
এছাড়া মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম মাহিম বলেন, “নবীনদের জন্য এই আয়োজন শুধু সৌন্দর্য প্রদর্শন নয়, বরং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করার একটি সুযোগ। প্রথম দিনটা যত সুন্দর হবে, তাদের পুরো যাত্রাটাই ততটা আনন্দময় হবে, এই বিশ্বাস থেকেই আমরা মন দিয়ে কাজ করছি।”
নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে চলেছে, তাই নবীনদের পদচারণায় মুখর হতে চলেছে ৫৩ একরের ববি ক্যম্পাস।
এমআই