রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে (২০মে) সন্ধ্যায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আলমগীর হোসেন (৩৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি । পরে রাত ১২ টায় বিজিবি বাদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী সেই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করে।
মামলা সূত্রে জানা গেছে , অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় টহলরত অবস্থায় মেইন পিলার ৯৪৬ এর ৫ এস সংলগ্ন ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এমআই