বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

রোববার, অক্টোবর ১৫, ২০২৩
প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। 

আজ রবিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়৷ নবনিযুক্ত উপ উপাচার্য  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম কে আগামী ৪ বছরের  জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করা হয়েছে। 
তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

উল্লেখ্য বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর এ দশক পেরিয়ে গেলেও এই প্রথম উপ উপাচার্য পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।

এসজে/আরইউ 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল