নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমিতে পাওয়া ৫টি মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিমপাড়া এলাকায় এগুলো ধ্বংস করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি দল।
এই দলের নেতৃত্ব দেন বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মো. মিনহাজ। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার (২০ মে) বিকেলে পশ্চিম বুধপাড়া এলাকায় মুংলা নামের স্থানীয় এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের গণকবরের মাটি দিয়ে তার জমি ভরাট করার সময় ৪টি মর্টার শেল দেখতে পান। শুক্রবার ওই জমিতে আরও একটি মর্টার শেল মিলে। দুপুরে সেনাবাহিনীর বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের ২৫ জনের একটি দল এসে মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করেছেন। এগুলো অনেক পুরনো হলেও সক্রিয় ছিলো।
সময় জার্নাল/এমআই