মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের ব্যতিরেকে নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সাতক্ষীরা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ এই মানববন্ধন করেন।
মানববন্ধনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শেখ আবু ছালেক, সদস্য চম্পা বইরাগি প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা নামমাত্র বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত আছে। পরিবার পরিজন নিয়ে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। এসব কর্মচারীর পরিবারের দিকে তাকিয়ে চাকরি দ্রুত রাজস্বখাতে স্থানান্তর করা হোক।
মানববন্ধন থেকে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের ব্যতিরেকে নিয়োগ বন্ধ করে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানান।
এমআই