শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজার ছুটির জন্য বন্ধ থাকবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
তবে বন্ধের আগে ও পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট ৯ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।
রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
আমিরুল হক চৌধুরী বলেন, 'আগামী ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দূর্গা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার (২৯ অক্টোবর) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।'
তবে এখনো আবাসিক হলের বিষয়ে এই ছুটিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।
এই বিষয় জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন, 'এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। উপাচার্য স্যারের সাথে এই সপ্তাহে মিটিং করেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
এমআই