মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের বরাত দিয়ে দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, সকালে জিম ও মিম দুই ভাই বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায় সবার অজান্তে দুই ভাই পুকুরে ডুবে যায়। খোজাখুজির পর পুকুর থেকে গুরত্বর অসুস্থ্য অবস্থায় দুই শিশুকে উদ্ধারকরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে পানিতে ডুবে মুক্তামনি ও আলআমিন হোসেন নামের পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্য হয়। বুধবার জুবায়ের (২) নামের আরো এক শিশু পুকুরে ডুবে মারা যায়। সে শ্যামনগর উপজেলার হরিনগর গাইনবাড়ি গ্রামের ফজর আলির ছেলে।
সময় জার্নাল/এমআই