স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে। এবার প্রথম জয়ের খোঁজে মুখোমুখি দুই দল। দুপুর আড়াইটায় লখনৌয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে অস্ট্রেলিয়াকে বোলিংয়ে পাঠালেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশাল মেন্ডিস।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ওল্লেলাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা।
এসজে/আরইউ