স্পোর্টস ডেস্ক:
আজ বিশ্বকাপের একমাত্র ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে উভয় দল। যেখানে প্রোটিয়ারা তৃতীয় জয়ের খোঁজে থাকলেও, ডাচরা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
এদিকে, বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছে টস, পিছিয়েছে খেলা শুরু হবার সময়ও। আড়াইটায় শুরু হবার কথা থাকলেও একঘণ্টা পিছিয়ে খেলা শুরু হচ্ছে বেলা সাড়ে ৩টায়। তবে কমেনি ওভারের পরিধি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভেন ডুসেন, হ্যানরিখ ক্লাসেন, এডউইন মার্করাম, ডেভিড মিলার, জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজে, লুঙ্গি এনগিডি, কাগিজো রাবাদা।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, রুলেফ ভ্যান ডার মিরি, বেন্ডন গ্লোভার, লুগান ভেন বিক।
সময় জার্নাল/এসআর