স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে ফিরতি লেগে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মালেতে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে আজ ভালো কিছুর প্রত্যয় নিয়ে নামে হাভিয়ের কাবরেরার দল। বসুন্ধরা অ্যারেনায় প্রথমার্ধে খেলায় সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ফাহিমের করা জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতেছে জামাল ভূঁইয়ার দল। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাই পর্বে রাউন্ড টুতে উঠেছে বাংলাদেশ। যেখানে আরো ছয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। যেখানে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরুতেই ১১ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে আরো একাধিক সুযোগ পায় স্বাগতিকরা। ২৯ মিনিটে আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন।
কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে বল জড়ান ইব্রাহিম আইশাম। শেষ পর্যন্ত কেউ আর গোল না করলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে ফাহিমের করা গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। এগিয়ে থাকলেও ৫৯তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় জামাল ভূঁইয়ারা। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। একাধিক সুযোগ পেয়েও তা গোলে পরিণত করতে পারেনি মালদ্বীপ।
লিড আরো বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছে বাংলাদেশের ফরোয়ার্ডরা। শেষ দিকে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় মালদ্বীপও। শেষ পর্যন্ত আর গোলা না হলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনকে পেয়েছে টাইগাররা। যেখান হোম এবং অ্যাওয়ে মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
এমআই