ইবি প্রতিনিধিঃ
শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবস উদযাপন কমিটির আয়োজনে ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় শেখ রাসেল হলের টিভিরুমে এটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি আবাসিক হলের বিতার্কিক দলকে নিয়ে "শেখ রাসেল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩" শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ রাসেল হল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে শেখ রাসেল হল চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ধনঞ্জয় কুমার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুন। স্পিকারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা।এবং সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সম্পাদক ফতেমাতুজ্জোহরা ইরানী।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজনে ডিবেটিং সোসাইটি সহ যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটি প্রানবন্ত বিতর্ক উপভোগ করেছি।’
শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এমআই