নিজস্ব প্রতিবেদক : বিট’র নতুন শো-রুম উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের নর্থ কোর্টে এ প্রতিষ্ঠানটির ১২তম শো-রুম উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনের শুরুতেই দোয়ার আয়োজন করা হয়। পরে কেক কেটে শো-রুমটির উদ্ধোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিটের স্বত্বাধিকারি সামির আহমেদ ও চেয়ারম্যান মাশরুবা মেহজাবিন আশা। আরও উপস্থিত ছিলেন, অভিনেত্রী সামিরা খান মাহি, যমুনা গ্রæপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) গোলাম রাব্বানী, ড. আলমগীর, বিটের শুভাকাঙ্খীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী প্রমুখ।
শো-রুমটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বক্তরা বলেন, তরুণ প্রজন্মের আইকন হলো বিট। বিটের কালেকশনে রয়েছে বৈচিত্রময় পোষাক। আরামদায়ক ও নতুন নতুন মডেলের পোষাক সরবরাহে ভুমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি।
তারা আরও বলেন, বিটের মাধ্যমে বহু উদ্যোক্তা তৈরি হচ্ছে। স্বল্প পুঁজি দিয়ে পোষাক কিনে তারা দিশার আলো পেয়েছেন, পাশাপাশি সফলতাও লাভ করছেন। বিটের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকুক বলে প্রত্যাশা অতিথিদের।
এসজে/আরইউ