স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতে হেরেছে ভারত। সর্বশেষ শ্রীলঙ্কার মাটিয়ে এশিয়া কাপে রোহিতদের হারিয়েছে সাকিবের দল। বিশ্বকাপে পুনেতে বৃহস্পতিবার ওই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টাইগারদের হালকা করে দেখার সুযোগ ভারতের নেই।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের পেস বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, বিশ্বকাপের নয় দলের বিপক্ষেই পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলবেন তারা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে সমান গুরুত্ব দেবেন।
মামব্রে বলেছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপে প্রতিটি দল আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে। আমাদের দিক থেকে তাই কোন দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। আমরা নয় দলের বিপক্ষে নয় ভেন্যুতে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলবো। এসব নিয়ে আমরা আলোচনা করেছি, প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ হোক কিংবা নেদারল্যান্ডস, আমরা ম্যাচটি সমান গুরুত্ব দিতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শার্দুল ঠাকুরের জায়গায় মোহাম্মদ শামির ফেরার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। উইকেট স্পিন সহায়ক হলে রবিশচন্দন অশ্বিন ফিরতে পারেন এমনটাও শোনা যাচ্ছিল। তবে ভারতের পেস বোলিং কোচ ওই সম্ভাবনায় জল ঢেলেছেন। শার্দুলের খেলার সম্ভাবনার কথাই বলেছেন তিনি।
মামব্রে বলেছেন, ‘শামি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। অশ্বিনকে বেঞ্চে বসতে হচ্ছে। এগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের পরিষ্কার আলোচনা হয়েছে। এটা (তাদের খেলানো) সহজ সিদ্ধান্ত নয়। আমাদের পরিকল্পনায় শামি-অশ্বিনের বিষয়টি পরিষ্কার।’
এমআই