স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে সেই ম্যাচে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই অনিশ্চয়তা দেখা দেয় টুর্নামেন্টে টাইগারদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে অধিনায়ক থাকতে পারবেন কি না তা নিয়ে।
আগামীকালই ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদশ। রোহিত শর্মার দলের বিপক্ষে এই ম্যাচে টাইগার অধিনায়ক খেলবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। যদিও সাকিব ঠিকই অনুশীলনে ফিরেছেন। ব্যাট হাতে নেটে অনুশীলন সেরেছেন বেশ কিছুক্ষণ, তবে তাতে বিশ্বসেরা অলরাউন্ডারের তেমন কোনো সমস্যা দেখা যায়নি।
বিশ্বকাপে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ছাড়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্টে এখন কিছুটা ব্যাকফুটে আছে টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে তাই দলে সাকিবের থাকাটা খুবই গুরুত্বপূর্ন।
এদিকে টাইগার অধিনায়ক কালকের ম্যাচে দলে থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল সকালে। তার আগে দেখা হবে সাকিবের স্ক্যানের রিপোর্ট আর আজকের বোলিং অনুশীলন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরু বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটের পর গতকাল মঙ্গলবার ব্যাটিং অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক। করেছেন রানিং সেশনও। বিশ্বসেরা অলরাউন্ডারের সবশেষ অবস্থা জানতে আজ আবার তাঁর স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্টেরই অপেক্ষায় এখন আছে টিম ম্যানেজম্যান্ট।
এমআই