স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচটা হচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আগের দিন পুনেতে হালকা বৃষ্টি হওয়ায় ম্যাচের দিন আবহাওয়া অনুকূলে থাকবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। কারণ এখানকার কন্ডিশন খুব করে প্রভাব ফেলে ম্যাচে। তবে সুখবরটি হচ্ছে এদিন আবহাওয়া পুরোপুরি ম্যাচের অনুকূলেই থাকছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের সময় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য মতে, টসের সময় স্থানীয় আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু বৃষ্টির বাধার কোনও সম্ভাবনা নেই।
পুনের এই ভেন্যু পুরোপুরি ব্যাটিং স্বর্গ। স্বাগতিক ভারত এই মাঠে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৪টি, হেরেছে তিনটি। বাংলাদেশ অবশ্য এখনও এই মাঠে খেলার অভিজ্ঞতা অর্জন করেনি।
পুনের এই মাঠে ভারতের গড় রান ২৯১! এই মাঠে ওয়ানডের সর্বোচ্চ স্কোরটির রেকর্ডও ভারতের। ৭ উইকেটে ৩৫৬। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা এই স্কোর করেছিল। সর্বনিম্ন ২৩২ রানে অলআউট অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই মাঠে ভারতের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৭ ম্যাচে ৪৪৮ রান তুলেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৯১.৯৯। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ১২২। এই মাঠে দুটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফসেঞ্চুরি আছে কোহলির।
সেরা বোলিং ফিগারে অবশ্য এগিয়ে জসপ্রীত বুমরা। ৩৫ রানে ৪ উইকেট। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নৈপুণ্য দেখিয়েছিলেন ভারতীয় পেসার।
এমআই