স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আজ দুপুর আড়াইটায়। অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কী পারবেন না, তা নিয়ে ম্যাচের আগেরদিন স্পষ্ট ধারণা দিতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু জানিয়েছেন, আজ সকালে স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে। টিম ম্যানেজমেন্ট থেকেও প্রায় একই কথা বলা হচ্ছে।
তবে, আজ সকাল থেকে সাংবাদিকরা অপেক্ষা করেও বুঝতে পারছেন না, আসলে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কী পারবেন না। সাকিব আল হাসান খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে কে আসবেন? সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
শুধু তাই নয়, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে আর কোনো পরিবর্তন আসবে কি না, সেটাও জানার সম্ভবনা কম। তবুও, আগেরদিন বাংলাদেশ দলের অনুশীলন দেখে একাদশ কেমন হতে পারে, সে সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা পাওয়া যায়।
ওপেনিং নিয়ে যেহেতু বাংলাদেশ দলের একটু সমস্যা হচ্ছে, সেখানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। হয়তো তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়ে নিচের দিকে একজন স্পিনার বেশি খেলানো হতে পারে। শেখ মাহদি এবং নাসুম আহমেদের যে কেউ একজন হয়তো খেলতে পারেন স্পিন বিশেষজ্ঞ হিসেবে। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তন আসতে পারে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। আজ তাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো ডানহাতি পেসার হাসান মাহমুদও একাদশে চলে আসতে পারেন। সে ক্ষেত্রে তাসকিন এবং শরিফুল কিংবা মোস্তাফিজের দু’জনকে বসতে হবে সাইড বেঞ্চে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে সাকিব আল হাসান অ্যান্ড কোং। এই পরিস্থিতিতে আজ ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের।
ভারতীয় একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা বেশি তাদের। সে ক্ষেত্রে এই ম্যাচেও তাহলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ/মেহেদী হাসান, তাসকিন আহমেদ/তানজিম হাসান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ/মোস্তাফিজুর রহমান।
এমআই