স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত। অধিনায়ক রহিত শর্মা ফিল্ডিং নিয়েছেন। চলমান ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই অপরাজিত দল ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগতিকদের মত টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পেয়েছে কিউইরা। ভারতের দলে নেওয়া হয়েছে সূর্য কুমারকে।
রোববার দুপুর আড়াইটায় শুরু ধর্মশালায় শুরু হবে ম্যাচটি।
রানরেটের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় অবশ্য শীর্ষস্থানে আছে ব্ল্যাক ক্যাপসারাই। তবে আজকের ম্যাচের পর ‘অপরাজিত’ তকমা হারাবে একটি দল। ধর্মশালায় আজ মুখোমুখি অজেয় বিরাট কোহলি- ট্রেন্ট বোল্টরা। হাই-ভোল্টেজ এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো নয় ভারতের। বিশ্বকাপে দুই দলের ৮ দেখায় ভারত হেরেছে ৫ বার। ১৯৯২ সালের পর আইসিসি ইভেন্টে ৯ বারের দেখায় কিউইদের বিপক্ষে মাত্র একটিই জয় ভারতের।
এসজে/আরইউ