আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে দায়িত্বরত ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ক্রমবর্ধমান সংঘাত পর্যালোচনা করতে রোববার (২২ অক্টোবর) রাতে শীর্ষ জেনারেলসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার রাতভর গাজা ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা কেন্দ্রীভূত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত রাতে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দিন ধরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েল ১৪০০ জন নিহত হয়েছে এবং ২১২ জন জিম্মি রয়েছে।
এদিকে, ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান রোববার রাতে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন।
হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এ জন্য তারা গাজা সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংক ও সেনা জড়ো করেছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ একটি বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘর্ষে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সময় জার্নাল/এলআর