আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির আট সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে দারা অঞ্চলে এ হামলা হয়।
বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ সময় মর্টার লঞ্চার ছোড়া হয়েছে।
এর আগে গত রোববার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। এতে করে দুই এয়ারপোর্টের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ সময় এক বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানায় সানা।
এদিকে ইরান বারংবার হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে। গাজায় হামলা বন্ধ না হলে এবং সেখানে অবিলম্বে পানি, জ্বালানি ও ওষুধ সরবারহ চালু না করলে ইসরায়েলের ওপর হামলার এ হুমকি দেয় ইরান।
এর আগেও ১৪ এবং ১২ অক্টোবরে সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ১২ অক্টোবর দামেস্ক এয়ারপোর্টে হামলা চালানো হয়।
চলমান সংঘাত চরম আকার ধারণের পূর্বে বহুবার এ দুই এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরবারহ বন্ধে ইসরায়েল এমন হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এসজে/আরইউ