ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপে একেবারেই হতশ্রী পারফর্ম্যান্স বাংলাদেশের। ব্যাপক প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চে হাজির হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ উপহার দিয়েছে ভুলে যাওয়ার মত কিছু ম্যাচ। টানা চার হারের পর দলের মনোবল বৃদ্ধি করতে কলকাতায় উড়াল দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, পাপনের উপস্থিতিও বাংলাদেশকে দিতে পারেনি কাঙ্ক্ষিত জয়। কলকাতায় নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে বাংলাদেশ।
তবে এমন কঠিন সময়েও ক্রিকেট বোর্ডের প্রধানকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। চারপাশের সমালোচনাকেও সম্মান দিতে চান নাজমুল হাসান পাপন, ‘আমি ওদের এটাই বলেছি, দে শুড ফাইট ব্যাক। ওরা কী চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই।'
পাপন যোগ করেন, 'আমি বলেছি, খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।'
সমালোচনাকেও ইতিবাচকভাবেই দেখছেন পাপন, ওরা জিততে পারছে না, এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে। কারণ ওরাই তো সুপারস্টার আমাদের। ছিল সবসময়। এটা তো একদিন দুইদিনের না। বছরের ওর বছর। এরা রান পাচ্ছে না, এটাই এরা মেনে নিতে পারছে না। এটাই বললাম ওদের, যে মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এই ধরনের খেলা খেললে বা হারলে কথা বলবে।'
দল নিয়েও ব্যাপক আশাবাদী তিনি, ‘মানুষ বোর্ডকে বলবে, কোচিং স্টাফকে বলবে, প্লেয়ারদের বলবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে বলা উচিত না- এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি। আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারব সেটাও না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব। হারা জিতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটা আসল।’
এমআই