সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ এর সংখ্যা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। আইসিইউতে মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে বিধায় এখানে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নাই। অত্র বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে প্রশিক্ষিত জনবল বাড়ানো হবে। বর্তমান জনকল্যাণমূলক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা-উপজেলাসহ প্রান্তিক পর্যায়েও যাতে রোগীরা আইসিইউ সেবা পান সেই পরিকল্পনা রয়েছে। প্রান্তিক পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশিক্ষিত জনবল সৃষ্টির উদ্যোগ এখনই নিতে হবে।
শনিবার (২২ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের প্রফেসর সামাদ সেমিনার হলে কোভিড-১৯ এ আক্রান্ত মুমূর্ষূ রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক ও নার্সদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এখান থেকে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সংশ্লিষ্ট অন্য চিকিৎসক ও নার্সদের মাঝে ছড়িয়ে দিয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে কোনো কোনো রোগী আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় প্রাপ্তি।
প্রশিক্ষণ কর্মসূচীতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এ্যানেথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। আরো বক্তব্য রাখেন উক্ত বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক।
সময় জার্নাল/ইএইচ