বুটেক্স প্রতিনিধি : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন দেশের ২৪টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন এর মাধ্যমে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও বুটেক্স সাহিত্য সংসদ-এর যৌথ উদ্যোগে ১৫তম আন্ত:বিশ্ববিদ্যালয় এ উৎসবটি আয়োজিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত আয়োজনটির মূল লক্ষ্য ছিলো জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়ানো। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, চীন, ফ্রান্স, নরওয়ে, ফিলিফাইন ইত্যাদি দেশের মোট ২৪টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী হয়। উৎসবটির সহযোগিতায় ছিলো 'জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ' (ইউএনডিপি বাংলাদেশ)।
উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার ধারা বজায় রাখতে পাঠচক্রের আয়োজন, থিয়েটার পরিচালনা, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি আয়োজন করে থাকে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এসজে/আরইউ