সময় জার্নাল ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে ২৭ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত) বাস, ট্রাক, পিকআপ, বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্সসহ ১৬ জায়গায় আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা।
বুধবার (১ নভেম্বর) খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৬টি আগুনের সংবাদ পাওয়া যায়।
যার মধ্যে- ঢাকা মহানগরে ৪টি, ঢাকা বিভাগে ৬টি, চট্টগ্রাম বিভাগে ৩টি, রাজশাহী বিভাগ ৩টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
এদিকে ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ পর্যন্ত থেকে সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ৯টি আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে (পোস্তাগোলা, খিলগাঁও, বারিধারা) ৩টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ২টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া, সিরাজগঞ্জ) ২টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।
এসজে/আরইউ