নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করে ঢাকার একটি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এক্ষেত্রে সেখান থেকেই নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করালাম।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপরও দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটি আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করব সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।
জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন এমনটা শোনা যাচ্ছে। তিনি যেহেতু এই আসনে ভোটার হয়েছেন এজন্য গুঞ্জন আরও জোরালো হয়েছে।
ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ঢাকা-১০ আসনে কোনো প্রার্থী দেয়নি। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত বিএনপি এই আসনটি আসিফ মাহমুদকে ছাড় দিতে পারে।
জামায়াতে ইসলামী এই আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করবেন।
এমআই