রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত ও আহত হয়েছেন আরো ৩জন। রোববার সকালে এ দুর্ঘটনা উপজেলার মির্জাপাড়া নামক স্থানে রৌমারী-ঢাকা মহাসড়কে ঘটে।
গুরুতর আহত ৩জনকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি
করা হয়।সেখানে তাদের অবস্থার চরম অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (২৩)। আহতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)।
হাসপাতাল সুত্র ও স্থানীয়রা জানান,নিহত সাদেকুলের মাথা থেতলে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রৌমারী থেকে ছেকশদরশির বালুবোঝাই ট্রাকটর পাল্লা দিয়ে বেপরোয়াভাবে আসতেছিল।এসময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে সজোরে চাপা দিলে একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শের গর্তে পড়ে যায়। এতে নিহত হন এক যাত্রী এবং ভ্যানচালক ও ট্রাকটরের হেলপারসহ ৩জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান,ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।তবে খোঁজ নেওয়া হচ্ছে।
সময় জার্নাল/এমআই