সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ কর্তৃক আয়োজিত ফিন্যান্স ফেস্ট ২০২৩ এর স্মারকগ্রন্থ “সেন্স অব রিটার্ণ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২৪নং কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রথমবারের মতো প্রকাশিত ম্যাগাজিন সেন্স অব রিটার্ণের সম্পাদনা করেন বিভাগের শিক্ষার্থী মো. নাছির উদ্দিন শিকদার ও মুহসানা শাফিকা।
সেন্স অব রিটার্ণের সম্পাদক মো. নাছির উদ্দিন শিকদার বলেন, জ্ঞান এর বিস্তর জায়গায় বিচরণের একটা পথ মাত্র এই প্রকাশনা। এই প্রকাশনা আমাকে দক্ষতা ও বুদ্ধিমত্তায় সমৃদ্ধ করেছে। সম্পাদনার কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, এই স্মারকগ্রন্থ শুধু ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগেরই নয় বরং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য মাইলফলক। টেকসই জ্ঞান, দক্ষতা, বুদ্ধিভিত্তিক সমৃদ্ধির একটি ধাপ হলো সেন্স অব রিটার্ণ নামের স্মারকগ্রন্থটি। আমি প্রত্যাশাকরি প্রতিবছর এই প্রকাশনার ধারাবাহিকতা বজায় থাকুক।
উদ্ভোধনী বক্তব্যে সেন্স অব রিটার্ণের সার্বিক তত্ত্বাবধায়ক ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. ইউসুফ হারুন বলেন, এই বিভাগে প্রতিষ্ঠা লগ্ন থেকে এটাই প্রথম প্রকাশনা। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে এমন অনন্য প্রকাশনা প্রকাশ করেছে। এই প্রকাশনা যারা সম্পাদনা করেছেন তাদের আমি ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি।
এ সময় ১৩তম ব্যাচের শিক্ষার্থী আফরা ইবনাতের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক প্রদীপ চন্দ্র বিশ্বাস, ফিন্যান্স ফেস্টের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, লেখকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর ২য় বারের মতো চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয় ফিন্যান্স ফেস্ট ২০২৩।
সময় জার্নাল/এলআর