ইবি প্রতিনিধি : দ্বিতীয় দফায় বিএনপির ডাকা দুইদিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি ভবনের ফটকে অবরোধ ব্যানার ঝুলিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনের ফটকে অবরোধের ব্যানার লাগিয়ে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করেন তারা।
এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘আমরা একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসন ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমরা এই কর্মসূচি পালন করছি। এটা দেশের সকল জনগণ ও শিক্ষার্থীদের দাবি।একইসঙ্গে আমরা দাবি জানাচ্ছি যেন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়।ক্যাম্পাস বন্ধ না করার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে দায় নিতে হবে। আমরা মনে করি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এক দফার বিকল্প নেই। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।’
এদিকে ব্যানার লাগানোর অল্প সময়ের মাথায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ব্যানার সরিয়ে ফেলেন বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।
তিনি বলেন, ‘সকালে আমাদের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যানার দেখতে পায়। পরে তারা ব্যানারগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে দেশ বিরোধী চক্রান্তের অংশ হিসেবে তারা এসব ব্যানার ঝুলিয়েছে। ’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমি খবর পেয়েছিলাম যে ছাত্রদলের ব্যানার প্রশাসন ভবন সহ কয়েকটি ভবনে ঝুলছে। খবর পেয়ে একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই। তিনি গিয়ে কোনো ব্যানার পাননি। তবে কোনো ভবনে তালা দেয়নি কেউ। তাছাড়া কে কোথায় ব্যানার ঝুলিয়েছে এটা তো প্রক্টরিয়ার বডির কাজ নয়। তালা দিলে আমরা সেভাবে মুভ করতাম।’
এসজে/আরইউ